শিবগঞ্জের আলীগ্রাম মাদ্রাসার অধ্যক্ষকে লাঞ্চিত


 শিবগঞ্জের আলীগ্রাম মাদ্রাসার অধ্যক্ষকে লাঞ্চিত, ব্যবস্থা নেওয়ার দাবী

বগুড়ার শিবগঞ্জের আলীগ্রাম ইসলামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষকে লাঞ্চিত, মাদ্রাসা প্রবেশে বাধা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী, মামলা দায়েরের প্রস্তুতি। 

সরে জমিনে ও মাদ্রাসার অধ্যক্ষ সূত্রে জানা গেছে শিবগঞ্জ উপজেলার আলীগ্রাম ইসলামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ এ জে এম গোলজার রহমান প্রতিদিনের ন্যয় ৮/৬/২৪ ইং তারিখে মাদ্রাসায় আসামাত্রই এলাকার দেলোয়ার হোসেনের পুত্র  তাজুল ইসলাম, আঃ রহিমের পুত্র  রানা, রেজাউল করিম সহ ৮/১০ জন তার মোটর সাইকেল পথরোধ করে বলে যে নিয়োগের জন্য যে কয়জনের কাছ থেকে টাকা নিয়েছেন তা ফেরৎ না দেওয়া পর্যন্ত মাদ্রাসায় প্রবেশ করতে পারবেনা। এ কথা বলা মাত্রই তারা তার মোটর সাইকেলের চাবী কেড়ে নিয়ে অধ্যক্ষকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং মোটর সাইকেলও ফেলে দেয়। তৎক্ষাণাৎ শিবগঞ্জ থানা পুলিশের এস আই আব্দুল লতিফ সংগীয় ফোর্স  নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অধ্যক্ষকে মোটর সাইকেল দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দেন।  মাদ্রাসার অধ্যক্ষ গোলজার রহমান বলেেন আমাকে অন্যায় ভাবে তারা লাঞ্চিত করে মোটর সাইকেলের চাবি কেড়ে নিয়েছিল। আমি প্রশাসনের নিকট এর বিচার চাই।সংবাদ পেয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হুসাইন শরিফ সঞ্চয় মাদ্রাসায় এসে বিষয়টি জেনে কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে শান্তিপূর্ণ ভাবে সভা করে সাংবাদিকদের বলেন আমি কমিটির  সভাপতি হওয়ার পূর্বে মাদ্রাসার উন্নয়ন, পড়াশোনা ও সকল বিষয় ছিল অবহেলিত।  আমি কমিটির সভাপতি হওয়ার পর থেকে একাডেমিক বিল্ডিং,ল্যাব সহ বিভিন্ন প্রকার উন্নয়ন করেছি। এ উন্নয়ন দেখে স্বার্থন্বেষী মহলগণ বেপোরোয়া হয়ে প্রলাব করছে।  আমি আসার পর সকল ক্ষেত্রে উন্নয়ন শুরু হয়েছে এবং আলীম শ্রেনীর অনুমোদনও হয়েছে। এখানে কোন নিয়োগ বাণিজ্য বা দূর্নীতি হয়নি।  ম্যানেজিং কমিটির ভোটে যারা নির্বাচিত হতে পারেনি তারাই এধরনের মিথ্যা রটনা রটাচ্ছে।

Post a Comment

0 Comments