বগুড়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


 বগুড়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ জুন) সকাল ৮টার দিকে বগুড়া সদর উপজেলার  দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম কুরশা এলাকায় একটি কালভার্টের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তার পরণে গেঞ্জি ছাড়া আর কিছুই ছিল না।বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম  এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,  সকালে কুরশা এলাকায় একটি কালভার্টের নিচে পানিতে এক যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক অবস্থায় ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায় নি। এছাড়া মরদেহটির পরিচয়ও ওই এলাকার মানুষ বলতে পারেনি। 


পুলিশ সুপার আরও জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহ কালভার্টের নিচে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর পরিচয় নিশ্চিত করতে পুলিশের টিম কাজ করছে।

Post a Comment

0 Comments